ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জরুরি বৈঠক শেষে ভারতকে যা বলল পাকিস্তান

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৬ ১৮:৩৩:০০
জরুরি বৈঠক শেষে ভারতকে যা বলল পাকিস্তান

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে অনুষ্ঠিত দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)-এর জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

জরুরি বৈঠক শেষে এনএসসি-র বিবৃতি বলা হয়েছে, পাকিস্তানের বালাকোটে হামলা চালিয়ে সন্ত্রাসী স্থাপনা গুড়িয়ে দেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষকে হত্যা করার ভারতীয় দাবি প্রত্যাখ্যান করছি। কিন্তু পাকিস্তানি অংশে প্রবেশ করে ভারত যে আগ্রাসন চালিয়েছে যথা সময়ে ও যথাস্থানে এর জবাব দেয়া হবে।

এর আগে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান সীমান্তে জইশ-ই-মোহাম্মদের একাধিক ঘাঁটি ধ্বংস করে দিয়েছে; এই হামলায় ২০০ থেকে ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত।

মঙ্গলবার এনএসসির বৈঠকে অংশ নেন, পাকিস্তানের জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল জুবাইর মাহমুদ হায়াত, সেনাপ্রথান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মুজাহিদ আনোয়ার খানসহ মন্ত্রিসভার সদস্যরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে