ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

শাকিবের ‘পাসওয়ার্ড’-এ রানী নয়, থাকছে কলকাতার যে নায়িকা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৫ ০১:৫০:৩৩
শাকিবের ‘পাসওয়ার্ড’-এ রানী নয়, থাকছে কলকাতার যে নায়িকা

‘পাসওয়ার্ড’ ছবির একাংশের প্রযোজক মো. ইকবালও নিশ্চিত করে বলেছেন, ‘রানী আহাদ ‘পাসওয়ার্ড’-এ আছে বলছে? তার সঙ্গে লিখিত চুক্তিও হয়নি। তার আগে কয়েকজন নতুন মেয়ের সঙ্গে আলাপ করেছিলাম। বুবলী ছাড়াও কাউকেই চূড়ান্ত করিনি।’ তিনি বলেন, ‘লিখিত চুক্তির আগে কেউ যদি নিউজ করার এতে আমাদের কিছু করার নেই। তবে রানী থাকছে না এটা নিশ্চিত।’

রবিবার বিকেলে চলচ্চিত্রের ‘মাস্টার মেকার’ হিসেবে পরিচিত মালেক আফসারি বলেন, রানী আহাদকে ‘পাসওয়ার্ড’ ছবিতে নিচ্ছি না। তার সঙ্গে চূড়ান্তভাবে কোনো আলাপ হয়নি। সোনারগাঁ হোটেলে মিটিংয়ের সময় তার সাথে দেখা হয়েছিল। একসাথে ছবি তুলেছিলাম। কিন্তু তাকে নেব এমন কোনো পাকা কথা দেইনি।’

মালেক আফসারি বলেন, ‘অনেকেই নিউজ করেছে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির নায়িকা রানী আহাদ। এটা পুরোপুরি মিথ্যে খবর। আমি কাউকে এরকম কোনো বক্তব্যও দেইনি।

বুবলীর পর তাহলে ‘পাসওয়ার্ড’ ছবিতে নতুন নায়িকা কে? মালেক আফসারি বলেন, ‘তার নাম বনশ্রী। কলকাতার মেয়ে। পশ্চিমবঙ্গের সাবেক এক উপমন্ত্রীর ছোটবোন। একেবারেই নতুন, এটাই তার প্রথম সিনেমা হতে যাচ্ছে। বনশ্রী কানাডায় লেখাপড়া করেছে। ফেসবুকের কল্যাণে অনেকদিন ধরে বনশ্রীর সঙ্গে আমার পরিচয়, বন্ধুত্ব। হিরোও (শাকিব খান) তাকে পছন্দ করেছে। ফাইনালি তাকে নিচ্ছি। আজ সন্ধ্যা ৭ টার পর সে (বনশ্রী) ঢাকায় আসবে।’

‘পাসওয়ার্ড’ নির্মিত হবে এসকে ফিল্মসের (শাকিব খান ফিল্মস) ব্যানারে। ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির অভূতপূর্ব সাফল্যের পর ‘পাসওয়ার্ড’ ছবির মাধ্যমে আবারও অর্থ লগ্নি করছেন শাকিব খান। জানা যায়, একটি মিশনকে কেন্দ্র করে ‘পাসওয়ার্ড’ ছবির গল্প। সেখানে সবকিছুতে থাকবে নতুনত্ব। শিল্পী ও নির্মাতা বাদে বেশিরভাগ টেকনিশিয়ানস থাকবেন দেশের বাইরের। গানের শুটিং হবে দুবাই, তুর্কিতে। ঈদুল ফিতরকে টার্গেট করে নির্মাণ করা হচ্ছে ‘পাসওয়ার্ড’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে