ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘অস্ত্রধারী যুবককে বোঝাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লেগেছে’

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৪ ২০:৩২:৫৭
‘অস্ত্রধারী যুবককে বোঝাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা কাজে লেগেছে’

রোববার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ব্রিফিংয়ে চট্টগ্রাম বিমানঘাঁটি প্রধান এয়ার ভাইস মার্শাল মফিদুল রহমান জানান, অস্ত্রধারী যাত্রী আত্মসমর্পণ করায়, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় কারো কোনো ক্ষতি হয়নি। যাত্রীরা, ক্রু সদস্যসহ সবাই সুস্থ আছেন এবং কেউ কোনো আঘাতও পাননি।

এর আগেই বিমান থেকে ১৪২ জন যাত্রী ও ক্রুকে নিরাপদে নামিয়ে আনা হয়।

মার্শাল মফিদুল রহমান বলেন, ‘হামলার কারণে সে সরাসরি বলেনি। তাকে অন্যভাবে বুঝানো হয়েছে। এটার পুরোপুরি তদন্ত হবে। সে মানসিকভাবে অসুস্থও হতে পারে। এখনি বলা যাচ্ছে ন।’

ঘটনার সময় গুলি বিনিময়ের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘সে (অস্ত্রধারী) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং তার পরিবারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলো। আমরা তার সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের নির্দেশনায় সবকিছু করেছি। উনি একটি সঠিক সিদ্ধান্ত আমাদের দিয়েছিলেন। আমরা সেভাবেই কাজ করেছি এবং আলহামদুলিল্লাহ সবাই নিরাপদ আছেন।’

এর আগে সন্ধ্যায় বিজি-১৪৭ নং ফ্লাইটটি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার জন্য উড্ডয়নের পরপরই সেটি জরুরি অবতরণ করা হয়। জানা যায়, বিমান ছিনতাই চেষ্টাকারী চিত্রনায়িকা শিমলার ব্যর্থ প্রেমিক। তার নাম সাগর। প্রেমে ব্যর্থ হয়েই তিনি এ ঘটনা ঘটিয়েছেন। সুত্রঃ সময় নিউজ টিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে