ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিমানে অস্ত্রধারী যুবক নায়িকা শিমলার ব্যার্থ প্রেমিক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৪ ১৯:৪৮:০৬
বিমানে অস্ত্রধারী যুবক নায়িকা শিমলার ব্যার্থ প্রেমিক

এ বিষয়ে চিত্র নায়িকা শিমলার সঙ্গে পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে তাকে সময় নিউজের পক্ষ থেকে এসএমএস করা হলেও এ খবর লেখা পর্যন্ত (রোববার সন্ধ্য ৭টা ৩২ মিনিট) কোনো উত্তর পাওয়া যায়নি।

বিমানে সাগর অস্ত্র নিয়ে অবস্থান করছে বুঝতে পেরে যাত্রীরা পাইলটকে অবহিত করলে তিনি দ্রুত বিমানটি অবতরণ করেন।

এ খবর লেখা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের ওই উড়োজাহাজ ঘিরে রেখেছে পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। এমন খবর পাওয়ার পরই সেটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। উড়োজাহাজের ভেতরে ওই সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রেখেছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিভিল এভিয়েশন সচিব মহিবুল হক। তিনি বলেন, বিমানটির মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তি ও দুইজন ক্রু রয়েছেন। সন্দেহভাজনের হাতে অস্ত্র রয়েছে।

সুত্রঃ সময়নিউজটিভি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে