ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সংসার ভাঙে যাচ্ছে কি ফারিয়ার,যা বললেন তিনি নিজেই

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৪ ১৮:৩২:০২
সংসার ভাঙে যাচ্ছে কি ফারিয়ার,যা বললেন তিনি নিজেই

সেখানে তিনি লিখেন, ‘গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয়, খাইসো বাবু? রাতে ভাল ঘুম হইসে? আউটডোরে শুটিংয়ে কষ্ট হচ্ছে? আজকে কো-আর্টিস্ট কে? লাঞ্চের ম্যানু কি ছিল? কিন্তু বউকে সারাদিন কল না করলেও চলে’। ঠিক একই দিনে তিনি তার ফেসবুকে একবছর আগের একটি ইংরেজি টেক্সট-পিক নতুন করে শেয়ার করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বিয়ে আমাকে ভয় দেখায় না, ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায়’।

কেন এমন আবেগঘন স্ট্যাটাস? তবে কি তিনি বিবাহিত জীবনে অসুখে? এসব স্ট্যাটাসের ফলে এখন ভক্তদের মনেও একই প্রশ্ন উঁকি দিচ্ছে, এত বড় বিয়ের আয়োজন সমাপ্তির পর এত তাড়াতাড়ি কী এমন ঘটে গেলো যে এমন আবেগময় স্ট্যাটাস। যদিও এ বিষয়ে ফারিয়ার কোনো মন্তব্য পাওয়া যায় নি।সেখানে তিনি লিখেন, ‘গার্লফ্রেন্ডকে কল করে জানতে হয়, খাইসো বাবু? রাতে ভাল ঘুম হইসে? আউটডোরে শুটিংয়ে কষ্ট হচ্ছে? আজকে কো-আর্টিস্ট কে? লাঞ্চের ম্যানু কি ছিল? কিন্তু বউকে সারাদিন কল না করলেও চলে’। ঠিক একই দিনে তিনি তার ফেসবুকে একবছর আগের একটি ইংরেজি টেক্সট-পিক নতুন করে শেয়ার করেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘বিয়ে আমাকে ভয় দেখায় না, ভুল মানুষকে বিয়ে করা আমাকে ভয় দেখায়’।

কেন এমন আবেগঘন স্ট্যাটাস? তবে কি তিনি বিবাহিত জীবনে অসুখে? এসব স্ট্যাটাসের ফলে এখন ভক্তদের মনেও একই প্রশ্ন উঁকি দিচ্ছে, এত বড় বিয়ের আয়োজন সমাপ্তির পর এত তাড়াতাড়ি কী এমন ঘটে গেলো যে এমন আবেগময় স্ট্যাটাস। যদিও এ বিষয়ে ফারিয়ার কোনো মন্তব্য পাওয়া যায় নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে