ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ইমরান খানকে চ্যালেঞ্জ জানালো মোদি

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২৪ ০০:১৩:২১
ইমরান খানকে চ্যালেঞ্জ জানালো মোদি

নরেন্দ্র মোদি বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ভারত-পাকিস্তানের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে। পাকিস্তান কিছুই পায়নি। প্রত্যেকবার আমরা জয়ী হয়েছি। আমি তাকে বললাম, চলুন আমরা দারিদ্র এবং নিরক্ষরতার বিরুদ্ধে লড়াই করি। তিনি (ইমরান খান) আমাকে বলেছিলেন, আমি পাঠান বংশের ছেলে। আমি সত্য বলি এবং সঠিক কাজ করি।’

মোদি উল্লেখ করে বলেন, গত বছর পাকিস্তানের নির্বাচনে জয়ী হওয়ার পর ইমরান খানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি।

তিনি ইমরান খানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় দায়ীদের বিচারের আওতায় আনতে ভদ্রভাবে কাজ করুন।

রাজস্থানের টনক এলাকায় দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সমাবেশে মোদি বলেন বলেন, পাকিস্তানের একটি জাতিগত গোষ্ঠী পাঠান; যাদের শেকড় ইরানে। গভীর সম্মান ও আত্মমর্যাদার জন্য বিশেষভাবে পরিচিত জাতিগত এই গোষ্ঠী। এখন দেখার বিষয় ইমরান কি করে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) গাড়ি বহরে প্রাণঘাতী হামলায় ৪৯ জওয়ানের প্রাণহানি ঘটে। পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে। পুলওয়ামার এই হামলার জেরে ইসলামাবাদের সঙ্গে নয়াদিল্লির নজিরবিহীন হুমকি-পাল্টা হুমকি ও উত্তেজনা চলছে।

তবে জয়েশ-ই-মোহাম্মদকে মদদ দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে ইমরান খান বলেছেন, ভারত কোনো ধরনের আক্রমণ চালালে প্রতিশোধ নেবে তার দেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে