ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

চলচ্চিত্র থেকে আয় করা টাকা যেভাবে ব্যয় করতে চান শাকিব খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ২০ ১৯:২৩:১৪
চলচ্চিত্র থেকে আয় করা টাকা যেভাবে ব্যয় করতে চান শাকিব খান

শাকিব খান প্রযোজিত নতুন ছবি ‘পাসওয়ার্ড’র শ্যুটিং শুরু হচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি। ঠিক তার আগ মুহুর্তে এমন কথাই জানালেন বাংলা সিনেমার কিং খান।

‘পাসওয়ার্ড‘–এ শাকিব খানের বিপরীতে নায়িকা থাকছেন দুজন। এর মধ্যে বুবলী চূড়ান্ত হয়েছেন। অন্যজন নতুন হলেও কথাবার্তা চূড়ান্ত হয়নি বলেও জানান প্রযোজক শাকিব খান।

ছবিটি পরিচালক করবে আলোচিত নির্মাতা মালেক আফসারী। ষ্টারটক বিডি ডটকমকে তিনি বলেন, ‘বেশ কয়েক মাস ধরেই কাজটি নিয়ে কথাবার্তা চলে আসছিল। চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। কাজটি শুরু করার বিষয়ে চূড়ান্ত কথা হয়েছে।’

আফসারী বলেন, ‘একেবারেই থ্রিলার অ্যাকশন কাহিনি নিয়ে ‘পাসওয়ার্ড’-এর গল্প। এটি বাংলাদেশের চলচ্চিত্রে নতুন গল্প। আগে এ ধরনের গল্প নিয়ে কাজ হয়নি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে একটানা কাজ হবে ছবির।’

আলোচিত এ নির্মাতা বলেন, ‘চলতি মাসের প্রথম সপ্তাহে আমরা ছবির শুটিং শুরু করার চিন্তা করেছিলাম। তবে নিজের সন্তুষ্টির কারণে ছবির শুটিং পেছাতে হয়েছে। সবকিছু রেডি থাকলেও চিত্রনাট্য নিয়ে আরো একটু কাজ করতে চাই। যে কারণে ছবির শুটিং পিছিয়েছে।’

শাকিব খানমালেক আফসারী বলেন, ‘এরআগে শাকিব খান ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজনা করেছেন। ছবিতে তখন তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপু বিশ্বাস। কিছুটা বিরতি নিয়ে হলেও শাকিব আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন, এটা আমাদের জন্য আশার আলো।’

তিনি বলেন, ‘এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন, তারা কেউ সিনেমা বোঝে না। অতিথি পাখির মতো কিছু টাকা নিয়ে এসে দু-একজনকে নায়িকা বানিয়ে চলে যান। শাকিব খান চলচ্চিত্রের মানুষ, তাঁর মতো শিল্পী যদি ছবির প্রযোজক হন, তাহলে আমাদের চলচ্চিত্র আরো একধাপ এগিয়ে যাবে।’

যে কারণে পাসওয়ার্ড চলচ্চিত্র শুরুতে দেরি হচ্ছেএর আগে অবশ্য ষ্টারটক বিডি ডটকমকে মালেক আফসারী বলেছিলেন, ‘ছবির শ্যুটিং শুরু করার জন্য পুরো ইউনিট রেডি। ছবির জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে শাকিব খানের সিডিউলও নেওয়া ছিল। তিনি কাজ শুরু করার জন্য প্রস্তুত ছিলেন। তবে আমি এখন রেডি না।’

আফসারী বলেন, ‘শাকিব খানের সঙ্গে মিটিং করেছি। তাকে বুঝিয়ে বলেছি ছবির শ্যুটিং শুরু হবে কেন দেরি হচ্ছে। সে আমার বিষয়টা বুঝতে পেরেছে এবং খুশি মনেই সব মেনে নিয়েছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে