ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নিজ বাড়ি থেকে উদ্ধার হলো এই বলি অভিনেতার মরদেহ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১২ ০১:৪১:১১
নিজ বাড়ি থেকে উদ্ধার হলো এই বলি অভিনেতার মরদেহ

এমন ধারণাকে উড়িয়ে দিচ্ছেন না মুম্বাই পুলিশ। তবে ময়নাতদন্তের পরই তার মৃত্যুর রহস্য বের হবে বলে জানিয়েছেন তারা।

মহেশের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্টের ভিত্তিতেই তার মৃত্যুর রহস্য উদঘাটনে নামবে পুলিশ। ইতিমধ্যে মস্কোতে বসবাসরত মহেশের স্ত্রীকে খবর দেয়া হয়েছে। পুলিশের বক্তব্য, ওই বাড়িতে একাই থাকতেন অভিনেতা মহেশ আনন্দ। তার মদ্যপানের অভ্যাস ছিল।

৫৭ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে বলিউডে খল ভূমিকায় অভিনয় করেছেন।

গত মাসে মুক্তি প্রাপ্ত জনপ্রিয় বলি অভিনেতা গোবিন্দর সঙ্গে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় শেষ অভিনয় করেছেন তিনি।

‘শাহেনশাহ’, ‘কুলি নং 1′, ‘স্বর্গ’, ‘কুরুক্ষেত্র’ এবং ‘বিজেতা’র মতো ব্লকবাস্টার হিট ছবিতে অভিনয় করেছিলেন মহেশ আনন্দ।

অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং সঞ্জয় দত্তের মতো শীর্ষ বলিউড তারকাদের সঙ্গেও কাজ করেছেন মহেশ আনন্দ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে