ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এবার ছোট পর্দায় মাসব্যাপী শাকিব উৎসব

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১১ ২০:৪২:৩২
এবার ছোট পর্দায় মাসব্যাপী শাকিব উৎসব

এরই ধারাবাহিকতায়, বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায় শাকিব খানকে নিয়ে টানা এক মাস সিনেমা দেখাবে টেলিভিশনটি। শুরু হওয়া এই উৎসবের নাম ‘শাকিব খান চলচ্চিত্র উৎসব’। গত ৯ ফেব্রুয়ারি শুরু হয়েছে উৎসবটি। চলবে টানা এক মাস। এই সময়ে শাকিব অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো দেখানো হবে।

মাছরাঙা টিভির পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহের শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯ টা ৩০ মিনিটে শাকিব অভিনীত একটি করে সিনেমা প্রচার হচ্ছে।

এই উৎসবে শাকিবের যেসব সিনেমা দেখানো হবে, সেগুলোর মধ্যে আছে- কোটি টাকার প্রেম, এক বুক জ্বালা, প্রিয়া আমার প্রিয়া, মাই নেম ইজ সুলতান, জন্ম তোমার জন্য, পরাণ যায় জ্বলিয়া রে, ফাঁদ, বিয়ের প্রস্তাব, অন্তরে আছো তুমি, নয়ন ভরা জল, এই তো প্রেম এবং কথা দাও সাথী হবে ইত্যাদি।

এদিকে শাকিব খান কক্সবাজারে শাহিন সুমন পরিচালিত ‘একটু প্রেম দরকার’ ও শামীম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরছেন। এখন তিনি নতুন ছবি ‘ফাইটার’ নিয়ে কাজ করার জন্য তৈরি হচ্ছেন। ছবিটি পরিচালনা করবেন মালেক আফসারী। ছবিটি প্রযোজনা করবেন শাকিব খান ও তার বন্ধু ইকবাল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে