ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

নতুন বিপদে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১১ ০০:১৩:৩০
নতুন বিপদে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা

বেশিরভাগ কর্মীরই মাইইজি’র প্রতি সব থেকে বড় অভিযোগ যে,তাদের কার্যক্রম অত্যন্ত ধীরগতির৷ আবার মাইইজির মাধ্যমে ইতিমধ্যে ভিসাসহ পাসপোর্ট হাতে পেয়েছে অনেকেই, এমন তথ্যও এসেছে । তবে বেশিরভাগেরই অভিযোগ, মাইইজির ধীরগতির কারণে অনেক বাংলাদেশী কর্মী ৭/৮ মাসেও ভিসা পাচ্ছে না। এর ফলে প্রতিনিয়ত গ্রেফতার আতঙ্কসহ নানামুখী জটিলতার মধ্যে দিন পার করতে হচ্ছে তাদের।

এ প্রসঙ্গে কথা হলো মোহাম্মদ ইউসুফ নামে একজনের সাথে। ৭ মাস আগে নিবন্ধন করে এখনও পাসপোর্ট পাচ্ছে না সে৷ ইউসুফ বলে-

‘আমি অবৈধভাবে না থাকার ভয়ে দেশে ফেরত যেতে চেয়েছিলাম।পরে সরকারের দেয়া বৈধতার সুযোগ পেয়ে নিবন্ধন করেছিলাম৷কিন্তু সেই আতঙ্কে এখনও দিন গুনতে হচ্ছে৷সব টাকা পরিশোধ করার পরও ভিসা পাচ্ছি না৷’

পুনঃনিয়োগ প্রকল্পে বৈধতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন রাজিব, মুহিন ও মাতবরসহ অনেকেই৷ এ প্রসঙ্গে কথা হয় মিজান গ্রান্ড ইন্টারট্রেডার্স এসডিএন.বিসডি’র প্রশাসনিক কর্মকর্তা আবু সালেহ তনুর সাথে। তিনি বলেন-

‘মাইইজি নিবন্ধিত শ্রমিকদের ইমিগ্রেশনে আঙ্গুলের ছাপের জন্য মাসের পর মাস সময় নেয়। অনেক সময় বাড়তি অর্থ দিয়ে সিরিয়াল আগে পাওয়া যায়৷এখনও হাজার হাজার শ্রমিক আছে যারা অনেক আগে নিবন্ধন করে ইমিগ্রেশনের সিরিয়াল পাচ্ছে না। এর ফলে আমরা আমাদের শ্রমিকদের বৈধকরনের কাজ দ্রুত করতে পারছি না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে