ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

অঞ্জনাকে নিয়ে রহস্য ফাঁস করলেন মনির খান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ ফেব্রুয়ারি ১০ ০১:০৩:০৩
অঞ্জনাকে নিয়ে রহস্য ফাঁস করলেন মনির খান

আপনার প্রতিটি গানের ক্যাসটে অঞ্জনাকে নিয়ে একটা বিশেষ গান থাকে, আসলে এই অঞ্জনা কে? এমন প্রশ্নের জবাবে মনির খান একটু হাসি দিয়ে বলেন, ‘অঞ্জনা নামটি কাল্পনিক। এটা একটি গানের চরিত্রের নাম। আসলে অঞ্জনা বলে আমার জীবনে কেউ ছিল না। অঞ্জনা নামের সাথে কোন সময়ই আমার দেখা হয় নি। আমার শ্রোতা-দর্শকেরা এই নামটিকে একেক ভাবে ভেবে নিয়েছে। যে যার মত করে নামটিকে সাজিয়ে নিয়েছে। এটা শুধু মাত্র গানের কাল্পনিক চরিত্রের নাম।’

তাহলে এতো নাম থাকতে অঞ্জনা নামটি কেন গানের সাথে ব্যবহার করলেন, অন্য নামও তো ছিল? এমন প্রশ্নের জবাবে মনির খান বলেন, ‘বাংলা গানের জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। আমি যখন গান গাইতে শুরু করলাম ঠিক সেই সময় অঞ্জন দত্তের ‘এটা কি ২৪৪১১৩৯ বেলা বোস তুমি পারছো কি শুনতে…’ এই গানটি সুপারহিট হয়েছিল। তখন আমরা চিন্তা করলাম যে অঞ্জন দত্তকে অঞ্জনা বানিয়ে দিই! আর এই অঞ্জন দত্ত থেকে মূলত অঞ্জনার আর্বিভাব। এর বাইরে কিছু নেই।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে