ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

দুঃসংবাদ, ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিবো : ইমরুল কায়েস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ৩১ ১১:৪১:০৪
দুঃসংবাদ, ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিবো : ইমরুল কায়েস

অথচ নিউজিল্যান্ডের মাটিতে ইমরুলের পারফরম্যান্স বেশ ভালো। কিন্তু এরপরেও জাতীয় দলে জায়গা হলো না তার। আর দলে জায়গা না পেয়ে নিজের হতাশার কথা জানালেন ইমরুল। বাংলাদেশ দলে খেলার সম্ভাবনা না থাকলে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবে বলেই জানালেন ইমরুল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরুল বলেন, ‘আমরা যারা একসাথে খেলি তাদের সবার সাথেই আমার কথা হয়েছে। আমার সাথে এটি ঠিক হয়নি বলেই জানিয়েছে তারা। যেদিন দেখবো বাংলাদেশ দলে খেলার আর কোনো আশা নেই। সেদিন ক্রিকেটকে বিদায় জানিয়ে দিবো।’

দলে জায়গা না পাওয়ার কারণ নিজেও জানেন না ইমরুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে জায়গা না পাওয়া নির্বাচকদের ব্যাপার, যারা ম্যানেজমেন্টে আছেন এটা তাদের ব্যাপার। আমি কেন (দলে) নেই সেটা জানি না। আমাকে অনেকেই এই ব্যাপারে প্রশ্ন করেছে কিন্তু আমি কিছুই বলতে পারেনি।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে