ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

এক সিনেমায় দুই ভাই, রক ও রোমান রেইন

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ৩০ ২০:২২:১২
এক সিনেমায় দুই ভাই, রক ও রোমান রেইন

রক অভিনীত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের রেশ ধরে নতুন ছবি ‘হবস অ্যান্ড শ’ ছবির কাজ চলছে। সম্প্রতি এক টুইট বার্তায় এমন খবর জানিয়েছেন রক। শুটিং সেট থেকে তিনি একটি ছবিও পোস্ট করেন। যেখানে রক ও রোমানের সঙ্গে দেখা যায় এই ছবির আরও তিন অভিনেতাকে।

টুইটার পোস্টে ছবিটি সম্পর্কে কিছুটা ধারণাও দিয়েছেন রক। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার নাম লুক হবস। এই হচ্ছে আমার চার ভাই। এরা সবাই পশ্চিম সামোয়া-তে থাকে। উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি গ্যারেজ পরিচালনা করে, যেখানে পুরনো গাড়িকে মেরামত করে গোটা বিশ্বে সরবরাহ করা হয়। সামোয়া-তে আমরা সব সময় একটা কথা বলি যে, তুমি আমাদের একজনের সাথে বিবাদে জড়ানো মানে আমাদের সবার সঙ্গে বিবাদে জড়ানো।’ বোঝাই যাচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর মতো অ্যাকশনে ঠাসা থাকবে এই ছবি।

‘হবস অ্যান্ড শ’ ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হচ্ছে রোমান রেইনের। ডেভিড লিচ-এর পরিচালনায় ছবিটি চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পাবে বলে টুইট বার্তায় জানিয়েছন রক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে