ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘আমি সব মন্ত্রীর বাপ, আমিই তো সরকার বানিয়েছি’

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২৮ ০১:২১:২০
‘আমি সব মন্ত্রীর বাপ, আমিই তো সরকার বানিয়েছি’

গতকাল শুক্রবার ভারতের মধ্যপ্রদেশের দামোহতে এক জনসভায় এ কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মধ্যপ্রদেশের বহুজন সমাজ পার্টির নেতা কমল নাথ কংগ্রেস সরকারকে সমর্থন করেছেন। আগের নির্বাচনে দলীয় নেতা বসপার সমর্থন নিয়েই সরকার গড়ে কংগ্রেস। এবারও বিএসপি নেতা রামবাই ও সঞ্জীব সিং খুশওয়াসহ কংগ্রেসকে সমর্থন করছেন কমল নাথ। তাই এবার খুশওয়াসহ নিজেকে মন্ত্রী বানানোর জন্য সরাসরি হুমকি দিলেন রামবাই।

শুক্রবারের ওই জনসভায় রামবাই বলেন, ‘ভালো চাও তো আমাকে মন্ত্রী কর, না হলে সরকার ফেলে দেব। আমি কংগ্রেসের সব মন্ত্রীর বাপ। চাইলে যে কোনো সময় সরকার ফেলে দিতে পারি। আমি মন্ত্রী হলে ভালোভাবে কাজ করব, না হলেও ভালো কাজ করব। আমিই তো সরকার বানিয়েছি।’

কমল নাথের মুখ্যমন্ত্রিত্বে মধ্যপ্রদেশ সরকারে মন্ত্রিত্ব পেতে মরিয়া রামবাই এর আগে কংগ্রেস তাকে খুশি রাখলে তিনিও কংগ্রেসকে খুশি রাখবেন বলে মন্তব্য করেছিলেন। এর আগে মন্ত্রিত্ব না দিলে মধ্যপ্রদেশে কর্ণাটকের মতো পরিস্থিতি হবে বলে হুমকি দিয়েছিলেন বহুজন সমাজ পার্টির নেত্রী রামবাই সিং।

২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় কংগ্রেস পেয়েছিল ১১৪টি আসন, বিজেপি পায় ১০৯টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে বিএসপির দুই নেতার সমর্থন জোগাড় করে তারা। শেষ পর্যন্ত দলের নেতা বসপার সমর্থন নিয়েই সরকার গড়ে কংগ্রেস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে