ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

সাব্বিরের এই সামর্থ্য অন্তত আছে -ঃ মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২৪ ১৪:০৩:৩৬
সাব্বিরের এই সামর্থ্য অন্তত আছে -ঃ মাশরাফি

ভাবতে হবে সেভাবেই।সাত নম্বরের জন্য এমন ব্যাটসম্যান চাইব আমি, যে দ্রুত কিছু রান এনে দিতে পারবে। তার কাছ থেকে তো আমি নিয়মিত ফিফটি চাইব না। ইনিংস গড়া চাইব না। সাত নম্বর ব্যাটসম্যানকে যদি ইনিংস গড়তে হয়, তাহলে বুঝতে হবে দলের ব্যাটিংয়ে ধস নেমেছে। মানে আমরা ব্যাক ফুটে।

আইডিয়ালি সাতে যে খেলবে, তার কাছে আমি চাইব ১৫ বলে ২৫। বা ২০ বলে ৩০-৩৫। সাত নম্বর যখন ব্যাটিংয়ে নামবে, শেষের দিকে তখন বোলিংয়ে থাকবে কারা, একটু চিন্তা করুন? অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা হলে স্টার্ক-কামিন্স, ভারতের সঙ্গে বুমরাহ-শামি-ভুবনেশ্বর, দক্ষিণ আফ্রিকার রাবাদা-স্টেইন, ইংল্যান্ডের ওকস-স্টোকস, নিউ জিল্যান্ডের বোল্ট-সাউদি, পাকিস্তানের সঙ্গে হাসান আলি-আমির। এই বোলারদের বলে শট খেলতে হবে।

তারা বাজে বল দেবে না। রান করার পথ বের করতে হবে। এই জায়গাটায় নেমে একটু ইম্প্রোভাইজ করা, একটু পাওয়ার শট খেলা, আর কে ধারাবাহিকভাবে কাজটা করতে পারবে? একটি নাম আমাকে দেখান!

গত কিছুদিনে তো অনেকের কথাই এসেছে এই পজিশনে। খেলেছেও। কেমন করেছে, আপনারাই দেখেছেন। এই বিপিএলের কথাই বলুন, বাংলাদেশের কোন ব্যাটসম্যান এই কাজ করতে পেরেছেন? সাব্বিরের এই সামর্থ্য অন্তত আছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে