ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ভারত ছেড়ে পাকিস্তানে বলিউড সুপারস্টার সালমান

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২২ ২১:৫৪:২৫
ভারত ছেড়ে পাকিস্তানে বলিউড সুপারস্টার সালমান

শুধু চেহারাই নয়, ফুলহাতা টি-শার্ট ও চোখে সানগ্লাস পরা ওই ভদ্রলোকের চুলের স্টাইলও সালমান খানের মতো। ফ্যাশন সেন্সও বলিউড সুলতানের মতো। একজন ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, ‘বোল্টন মার্কেটে সালমান খান।’

সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। অনেকে সালমান খানের সঙ্গে ওই ভদ্রলোকের চেহারার মিল সম্পর্কে জানিয়ে ভিডিওটি শেয়ার করছেন। এমনকি তাঁদের পোস্টে সালমানকেও ট্যাগ করেছেন অনেকে। কিন্তু ‘রেস-৩’ অভিনেতা এখনো পর্যন্ত এ ব্যাপারে মন্তব্য করেননি।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ভিডিওটি শেয়ার দিয়ে এক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, করাচিতে কী করছেন?’ সালমানকে ট্যাগ করে একজন লিখেছেন, ‘স্যার, আপনি কি এখন করাচিতে?’

সালমান খানের আসন্ন ‘ভারত’ সিনেমায় তাঁকে কয়েকটি ভিন্ন রূপে দেখা যাবে।

আলি আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’-এ কয়েক দশক ধরে গল্প ছড়িয়ে রয়েছে। সে কারণেই সালমানকে এই ছবিতে পাঁচটি ভিন্ন রূপে দেখা যাবে। এ ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ সহ-অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। কোরিয়ান চলচ্চিত্র ‘অ্যান ওডে টু মাই ফাদার’-এর রিমেক এ ছবি।

ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাবে ‘ভারত’ ছবির টিজার। বলা হয়েছে, টিজারের দৈর্ঘ্য হবে দেড় মিনিট। এ ছবিতে আরো অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি, সোনালি কুলকার্নি, নোরা ফাতেহি, আসিফ শেখ প্রমুখ।

ষাটের দশকের সার্কাসের ওপর ‘ভারত’-এর চিত্রনাট্য তৈরি হয়েছে। আগামী ৫ জুন মুক্তি পাবে এই ছবি।

গেল বছর মুক্তি পাওয়া সালমান খানের ‘রেস-৩’ বক্স অফিসে তেমন সাড়া জাগাতে পারেনি। চলচ্চিত্রপ্রেমীদের আশা, ‘ভারত’ দিয়ে ফের বক্স অফিস কাঁপাবেন সালমান। এর আগে আলি আব্বাস জাফরের ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে কাজ করেছেন সালমান, এ সিনেমাগুলো দর্শকের মন জয় করেছিল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে