ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

কংগ্রেসের টিকিটে লোকসভা ভোট করছেন কারিনা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২১ ১২:৩২:৪৬
কংগ্রেসের টিকিটে লোকসভা ভোট করছেন কারিনা

পতৌদি পরিবারের এই পূত্রবধূকে নির্বাচন করার প্রস্তাব দিয়ে রেখেছে কংগ্রেস।মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা গুড্ডু চৌহান এবং আনিস খান দলের কাছে এই প্রস্তাব রেখেছেন। তাঁদের প্রস্তাব, কারিনা ভোপাল থেকে নির্বাচন করুক।

কংগ্রেস চাইছে কারিনার সেলিব্রেটি ইমেজ ভোটে কাজে লাগুক। তরুণ ও যুব সম্প্রদায়ের মধ্যে কারিনাকে নিয়ে একটা ক্রেজ রয়েছে। প্রচুর অনুরাগীও রয়েছে তাঁর। ভোটে দাঁড়াতে তরুণ সম্প্রদায় কংগ্রেসের পক্ষ থাকবে।

কিংবদন্তি ক্রিকেটার মনসুর আলি খান পতৌদির পুত্রবধূ করিনা, বলিউড নায়ক সাইফ আলী খানের স্ত্রী। এই ভোপালেই পতৌদির জন্ম। তাঁর ঠাকুরদা ছিলেন ভোপালের নবাব। তাই পতৌদি পরিবারের প্রতি ভোপালের মানুষের আলাদা শ্রদ্ধা রয়েছে।

এই সুযোগটাও কাজে লাগাতে চাচ্ছে কংগ্রেস।রাজ্যর মুখ্যমন্ত্রী কমল নাথের সায় আছে কারিনার প্রতি।

জানা গেছে, পতৌদি পরিবারও কংগ্রেস ঘেষা।মনসুর আলী খান পতৌদি ১৯৯১ সালে ভোপাল থেকেই লোকসভা নির্বাচনে লড়েছিলেন কংগ্রেসের টিকিটে। যদিও তিনি হেরে যান। বিজেপির সুশীলচন্দ্র বর্মার কাছে এক লাখ ভোটের ব্যবধানে হেরে যান।সেই আক্ষেপ মেটাতে চাইবে পতৌদি পরিবারও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে