ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন জানালেন রোডস

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ২০ ১৩:২৬:১৪
নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের প্রস্তুতি কেমন জানালেন রোডস

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলেন, নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি থেকে অনেক দূরে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কারণ বিপিএলে যে কন্ডিশন আর উইকেটে খেলছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, নিউজিল্যান্ডে তার সম্পূর্ণ বিপরীত কন্ডিশন এবং উইকেটে খেলতে হবে।

কোচ স্টিভ রোডস জানান, বিপিএল খেলে সরাসরি নিউজিল্যান্ড যাওয়ার বিষয়টা মোটেও ঠিক নয়। আসলে বিপিএল খেলেই সরাসরি নিউজিল্যান্ড চলে যাওয়াটা আদর্শ প্রস্তুতির ধারেকাছেও নয়। কিন্তু অন্য কোনো উপায়ও নেই আমাদের। বিপিএল একটা দারুণ টুর্নামেন্ট। কোনো না কোনো সময় এটি আয়োজন করতেই হতো এবং তা করার জন্য একমাত্র ফাঁকা সময় ছিল এখনই।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সফরে কোনো টি-টোয়েন্টি নেই। রোডসের মতে,নিউজিল্যান্ডে জেতা কঠিন হবে অবশ্যই। তবে আমরা যদি ভালো ফল বের করতে পারি, তাহলে ওয়ানডেতে আমরা সঠিক অবস্থানেই থাকবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে