ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাবার প্রেমিকাকে অপহরণ করে কারাগারে তিন ছেলে

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ১৭ ১৫:১৩:০৪
বাবার প্রেমিকাকে অপহরণ করে কারাগারে তিন ছেলে

বুধবার কান্দি অতিরিক্ত জেলা ও দ্রুত দায়রা আদালতের বিচারক সোমনাথ মুখোপাধ্যায় এই রায় দিলেন।

ভারতের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের খড়গ্রাম থানার উত্তর গোপিনাথ পুর গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ। তাঁর তিন ছেলে পারভেজ আহমেদ, জিয়াউল হক, সফি আহমেদ। আব্দুল আজিজের সঙ্গে কান্দির সহিসপাড়ার সিদ্দিকা বেগমের অবৈধ সম্পর্ক ছিল। সেই ঘটনার জেরে আব্দুল আজিজের তিন পুত্র ২০০২ সালের ১১ ই ফেব্রুয়ারি সিদ্দিকাকে অপহরন করে। এরপর খড়গ্রাম থানায় অপহরনের অভিযোগ করেন আব্দুল আজিজ।

কান্দি কোর্টের সরকারি আইনজীবী সালাউদ্দিন সিরাজ জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করে ৩৬৬, ৩৪ ভারতীয় দন্ড বিধির ধারায় মামলা রুজু করে পারভেজ আহমেদ, জিয়াউল হক, সফি আহমেদকে গ্রেফতার করা হয়। তাদের বাবা আব্দুল আজিজ সহ বেশ কয়েকজনের স্বাক্ষ্য গ্রহন ভিত্তিতে তিনজনকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি। ওই তিন জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে