ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

আসছে সপ্তাহে শাকিবের বাড়িতে অপু-বাপ্পীর আংটি বদল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ১৭ ১৪:৫১:২৯
আসছে সপ্তাহে শাকিবের বাড়িতে অপু-বাপ্পীর আংটি বদল

এ ব্যাপারে ছবির চিত্রনাট্য ও পরিচালক গণমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে শেষ পর্যায়ের শুটিং করব শাকিব খানের শুটিংবাড়িতে। সেখানে অপু বিশ্বাস ও নায়ক বাপ্পীর আংটি বদল করব। আংটি বদলের এই অনুষ্ঠানটিতে একটি গান ব্যবহার করা হবে। এরই মধ্য দিয়ে আমি আমরা ছবির ক্যামেরা ক্লোজ করব।’

এ সময় অপু ও বাপ্পীকে নিয়ে পরিচালক বলেন, ‘এই ছবির মধ্য দিয়ে অভিষেক হচ্ছে বাপ্পী-অপু জুটির। অনেক ভালো কাজ করেছেন তাঁরা। এরই মধ্যে নিজের কাজ দিয়ে দর্শকের মনে স্থান করে নিয়েছেন। আমি বিশ্বাস করি, জুটি হিসেবেও সবাই তাঁদের পছন্দ করবে।’

এ সময় দেবাশীষ বিশ্বাস আরও বলেন, ‘আমি সব সময় চেষ্টা করেছি গঠনমূলক চলচ্চিত্র নির্মাণ করতে। এই ছবিটি একেবারেই বিনোদনমূলক একটি ছবি। দর্শক যতক্ষণ ছবিটি দেখবে, ততক্ষণ আনন্দ নিয়ে দেখবে। আমাদের বেশির ভাগ ছবির বিরুদ্ধে অভিযোগ আছে যে হল থেকে বের হওয়ার পর ছবির গল্প মনে থাকে না। এ বিষয়ে আমি বলব, আমার ছবির গল্প আপনাদের মনে থাকবে এবং গল্প আপনাদের ভাবাবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে