ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

সুখবর আবারো শুটিংয়ে শাকিব-অপু, কিন্তু নেই বুবলী

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ১৬ ২০:২২:৫৭
সুখবর আবারো শুটিংয়ে শাকিব-অপু, কিন্তু নেই বুবলী

পরিচালক শাহিন সুমন বলেন, ‘আমরা গত ১৩ তারিখ থেকে টানা শুটিং করছি। আগামী ১৮ তারিখ পর্যন্ত টানা শুটিং করার ইচ্ছে রয়েছে। এরই মধ্যে ছবির ৬০ শতাংশ শুটিং শেষ হয়ে যাবে। আগামী ২৫ তারিখ আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। যে কারণে ১৮ তারিখ থেকে শুটিং বন্ধ রাখা হবে। নির্বাচনের পর আবারও ছবির শুটিং শুরু করব।’

শাহিন সুমন আরো বলেন, ‘এই ছবিতে শাকিব খানের সাথে জুটিবেঁধে অভিনয় করছেন নায়িকা শবনম বুবলী। যদিও এই পর্যায়ের শুটিংয়ে নেই তিনি। আমরা শাকিব খানকে কেন্দ্র করে আমরা শুটিং করছি।’

'সুন্দরী নারিকেল তেল'-এর নির্মাতা আকাশ আমিন বলেন, ‘আমাদের পণ্যের নামের সাথেই আসলে অপু বিশ্বাস জড়িয়ে আছেন। আমাদের দেশে যে কয়জন সুন্দরী নায়িকা আছেন, তাদের মধ্যে অপু বিশ্বাস অন্যতম। শুধু তাই নয়, তিনি বাংলাদেশের অসম্ভব জনপ্রিয় একজন নায়িকা। আমরা গতকাল থেকে কাজ করছি, আজ আশা করি কাজটি শেষ করতে পারব। অসাধারণ কাজ করছেন অপু বিশ্বাস। আশা করি আগামী মাসের প্রথম থেকে দেশের সব কটি টিভি চ্যানেলে বিজ্ঞাপনটি দর্শক দেখতে পাবেন।’

এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘বিজ্ঞাপন আমার সব সময় করতে ভালো লাগে। ছোট একটা সময়ে সুন্দর গোছানো একটি গল্প। দর্শক আমাকে এর আগেও একাধিক বিজ্ঞাপনে দেখেছেন। তবে আমি কোনো বিজ্ঞাপনে কাজ করার আগে সেই পণ্যের গুণগত মান যাচাই-বাছাই করেই বিজ্ঞাপনে কাজ করি। যেন আমার দর্শকরা প্রতারিত না হন।’

শাকিব খানকে নিয়ে শাহিন সুমন শেষ ২০১৫ সালে একটি ছবি বানিয়েছিলেন। ‘লাভ ম্যারেজ’ নামের ওই ছবিতে জুটিবেঁধে অভিনয় করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর শাপলা মিডিয়া প্রযোজিত এই ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিবের সঙ্গে আছেন শবনম বুবলী।

অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে অপু বিশ্বাস নায়ক বাপ্পীর সাথে জুটি বেঁধে অভিনয় করছেন। ছবির চিত্রনাট্য ও পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে