ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টানা তিন ম্যাচ হারের পর এবার মুখ খুললেন কোচ মাহেলা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ১০ ১২:৪৩:১৫
টানা তিন ম্যাচ হারের পর এবার মুখ খুললেন কোচ মাহেলা

শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঢাকার প্রথম পর্বের শেষ ম্যাচ খেলবে খুলনা। এই ম্যাচটি জিতে সিলেট পর্ব শুরু করতে মরিয়া তারা। বুধবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির কোচ জয়াবর্ধনের আশা, ‘আমাদের ম্যাচে ফেরা কঠিন কিছু নয়, কেবল একটি জয় পেতে হবে। একটি জয় বদলে দিতে পারে আমাদের। জয় নিয়েই আমরা সিলেট যেতে চাই। এখনও হাতে ৯টি ম্যাচ আছে। আমাদের লক্ষ্য সেরা চারে খেলা। এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, আশা করি চিটাগং ভাইকিংয়ের বিপক্ষে জয়ের দেখা পাবো।’

শেষ তিন ম্যাচে ব্যাটিং খুব ভুগিয়েছে খুলনাকে। প্রথম ও সবশেষ ম্যাচে ভালো শুরুর পরও মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে মাহমুদউল্লাহদের। বুধবার ওপেনিং জুটিতে ৪০ রান এলেও খুলনাকে থামতে হয় ১১৭ রানে। অথচ এই উইকেটেই রাজশাহী অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অসাধারণ ইনিংস খেলেছেন।

মিরাজের উদাহরণ টেনে জয়াবর্ধনে বলেছেন, ‘শেষ দুই ম্যাচে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। কতটা খারাপ করেছে আজকের (বুধবার) ব্যাটিং দেখলেই বোঝা যাবে। এই ধরনের উইকেটে কিভাবে ব্যাটিং করতে হয়, মিরাজ দেখিয়েছে। এই উইকেট ১৪০ রান ভালো সংগ্রহ। কিন্তু কেউই দায়িত্ব নিয়ে এই রান করতে পারেনি। মিরাজের কাছ থেকে শেখার আছে।’

খুলনার হারের কারণ কি তাহলে শুধুই ব্যাটিং ব্যর্থতা নাকি অন্য কিছু- এমন প্রশ্নে সাবেক লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই আমাদের সমস্যা। ম্যাচ হারলে সবখানেই সমস্যা বের হয়। গুরুত্বপূর্ণ সময়ে আমরা ক্যাচ ফেলেছি। ব্যাটসম্যানরা প্রয়োজনীয় সময়ে আউট হয়েছে। আবার বোলাররা তাদের সেরাটা দিতে পারেনি।’

প্রথম ম্যাচের হারটাকেই চিহ্নিত করেছেন জয়াবর্ধনে, ‘আসলে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে আমরা রংপুরের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে জয়ের প্রায় কাছাকাছি পৌঁছেছিলাম। যদিও শেষ দিকে তাদের বোলাররা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ওই ম্যাচ জিততে পারলে আমরা মানসিকভাবে এগিয়ে থাকতে পারতাম।’

ইনজুরির কারণে সেরা কম্বিনেশনও সেট করতে পারছে না খুলনা। যদিও লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহর অন্তর্ভুক্তি আশা জাগাচ্ছে খুলনা কোচের মনে, ‘আমরা সেরা কম্বিনেশন বের করার চেষ্টা করছি। আলী খান হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। তবে শিগগিরই লাসিথ মালিঙ্গা ও ইয়াসির শাহ আমাদের সঙ্গে যোগ দেবে। আশা করি দ্রুত আমরা আমাদের সেরা কম্বিনেশন খুঁজে পাবো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে