ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিপিএল চলাকালীন হঠাৎ বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে যে মন্তব্য করল শোয়েব মালিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৯ ২২:২০:১৫
বিপিএল চলাকালীন হঠাৎ বাংলাদেশের ক্রিকেট দলকে নিয়ে যে মন্তব্য করল শোয়েব মালিক

বুধবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মালিক। সংবাদিকদের সামনে বাংলাদেশ ক্রিকেটের উন্নতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি যদি বাংলাদেশের তিন ফরম্যাটের পারফরম্যান্স দেখেন তাহলে আপনি তাদের উন্নতি দেখতে পাবেন। আপনার ক্রিকেট ঠিক পথে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর আমার মতে সেই পথেই আছে বাংলাদেশের ক্রিকেট।

সেদিক দিয়ে অভিজ্ঞতার দিকটাকেও বিশেষভাবে দেখছেন মালিক। তার কথায়, ‘আমি এখানে অনেক তরুণ ক্রিকেটারদের দেখেছি , যারা খুবই ভালো করছে। সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব হচ্ছে তাদের অভিজ্ঞতা তরুণদের মাঝে শেয়ার করা এবং শেখানো- কিভাবে চাপের মধ্যে পারফর্ম করতে হয়। তরুণদের প্রতিভা তো আছেই। কিন্তু শুধু প্রতিভা আজকের ক্রিকেটে যথেষ্ট নয়। অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এটা সিনিয়রদের ওপরই নির্ভর করে।

দেশের মাটিতে বরাবরাই ভালো খেলে বাংলাদেশ। তবে সাম্প্রতিক ফলাফলে দেশের বাইরেও নিজেরে সামর্থ্য দেখাচ্ছে টাইগাররা। এই প্রসঙ্গে শোয়েব মালিক বলেন, আমি দেখেছি যারাই এখানে খেলতে আসে, তাদের সহজ সময় পার করে না। আর দেশের বাইরেও বাংলাদেশের পারফরম্যান্সে অনেক উন্নতি এসেছে। আমি মনে করি এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো লক্ষণ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে