ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অবশেষে বিপিএলের মাঝপথে আসছে নতুন চমক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৯ ২১:৪১:৩৭
অবশেষে বিপিএলের মাঝপথে আসছে নতুন চমক

শুধু তা-ই নয়, বিপিএলে এবারই প্রথম সংযোজিত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বিশ্বের কোটি টিভি দর্শকের কাছে উপভোগ্য করে তুলতে সংযোজন করা হয়েছে স্পাইডারক্যাম ও ড্রোন ক্যামেরাও। যদিও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলা হলেও নানা অব্যবস্থাপনায় প্রথম দিন শেষেই শুরু হয়েছে সমালোচনা। আর হবেই বা না কেন? ডিআরএস আছে কিন্তু তাতে নেই হটস্পট, স্নিকোমিটার কিংবা আলট্রাএজ!

অর্থাৎ ব্যাটের এজ পরখ করে দেখার অন্যতম উপায় শব্দনির্ভর কোনো প্রযুক্তি স্নিকোমিটার বা আল্ট্রা-এজ নেই বিপিএলের ডিআরএস প্যারামিটারে। ফলে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী কিংস-ঢাকা ডায়নামাইটসের খেলায় অন্তত দুটি একই রকম রিভিউর ফল হয়েছে দুই রকমের। অন্য দিনের ম্যাচগুলোতেও রিভিউ নিয়ে দেখা গেছে বিতর্ক। এতে খেলার সৌন্দর্য একটু হলেও লোপ পাচ্ছে, পাশাপাশি নিন্দাও কুড়চ্ছে টুর্নামেন্টটি।

আলট্রা এজের প্রয়োজনীয়তা অনুভব করে বিপিএল গভর্নিং কাউন্সিল আগেই জানিয়েছিল, শিগগিরই আসছে ডিআরএসের প্রয়োজনীয় সব যন্ত্রপাতি। এবার জানা গেছে, আগামী শনিবার থেকেই ডিআরএসের সব প্রযুক্তি ব্যবহার করা হবে চলমান বিপিএলে। এমনটি জানিয়েছেন খোদ বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

৮ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে একটি টুইট করেন জালাল ইউনুস। সেখানে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির এই চেয়ারম্যান লিখেছেন, ‘বিপিএলের সমস্ত দর্শকদের জন্য টুর্নামেন্টের ষষ্ঠ আসরে টেলিভিশনের সম্প্রচারের ক্ষেত্রে আলট্রাএজ প্রযুক্তির সমস্যার সমাধান করা হয়েছে। আগামী শনিবার থেকে এর সুবিধা পাওয়া যাবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির প্রধানের কথা অনুযায়ী আগামী শনিবার থেকেই দেখা যাবে আলট্রা এজ প্রযুক্তির ব্যবহার। সে ক্ষেত্রে ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় চিটাগাং ভাইকিংস ও খুলনা টাইটান্সের মধ্যকার ম্যাচটিই পেতে পারে প্রথমবারের মতো বিপিএলে পূর্ণাঙ্গ ডিসিশন রিভিউ সিস্টেমের ছোঁয়া। সমর্থকদের মতে, সেদিন থেকে বিপিএলে আসবে নতুনত্ব!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে