ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

গণভবনে প্রধানমন্ত্রীর সাথে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৯ ১৪:১৭:০৩
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে অপু বিশ্বাস

নতুন এই গুঞ্জন কতটা সত্য, তা এখনও জানা না গেলেও গতকাল মঙ্গলবার (০৮ জানুয়ারি) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত পেয়ে সমবেত হয়েছিলেন শোবিজ তারকারা। সেসময় অন্য তারকাদের সাথে উপস্থিত ছিলে আরেক সুপার স্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী। গণভবনে চায়ের দাওয়াতে বঙ্গবন্ধুর কন্যার সাথে দেখা করেন অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীর সাথে ফটোসেশনেও অংশ নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

প্রধানমন্ত্রীর দাওয়াত প্রসঙ্গে অপু বলেন, ‘আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি। তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে। তাকে তো চোখে দেখার সুযোগ পাইনি। ধন্য হয়েছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে।’

‘প্রধানমন্ত্রীর মাতৃত্বসুলভ ব্যবহার, কঠিন নেতৃত্ব, মানিবকতার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার জীবনের করুণ দুঃসময়ে তার কাছ থেকে সাহস পেয়েছি, ধৈর্য্যশীল হওয়ার পরামর্শ পেয়েছি। আমি তার নেতৃত্বে কাজ করার সুযোগ চাই’, যোগ করেন তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে