ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

স্কুলে ভর্তি হয়েই স্টার কিডস আব্রামের চুলে নতুন স্টাইল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৯ ০০:১৫:২০
স্কুলে ভর্তি হয়েই স্টার কিডস আব্রামের চুলে নতুন স্টাইল

চুল ছোট করার জন্য ছেলেকে নিজের বাসায় নিয়ে যান শাকিব খান। পরে নর সুন্দরকে বাসায় ডেকে আনেন। ছেলের চুল কোন স্টাইলে রাখবে সেটা ঠিক করে দেন শাকিব নিজেই।

ছেলের চুল কাটতে টানা ৩ ঘন্ট সময় লেগেছে । পুরো সময়টা শাকিব খান আব্রামের পাশেই ছিলো বলে জানান অপু বিশ্বাস।

সোমবার রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছেলের নতুন লুকের ছবি দিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস জানান, জয়কে এখন বেশ সময় দেয় শাকিব। প্রায় সময় ছেলেকে নিজের কাছে নিয়ে রাখেন। ছেলেকে নিয়ে ঘুরতেও বের হন। বাবা-ছেলের এমন সময় কাটানো আমাকেও আনন্দ দেয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে