ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

বাবার চিকিৎসা নিয়ে কাজী মারুফের আবেগি স্ট্যাটাস

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৮ ১৬:২৯:৪৭
বাবার চিকিৎসা নিয়ে কাজী মারুফের আবেগি স্ট্যাটাস

এ সময় কাজী মারুফ আরও লিখেছেন, ‘শেষ ২৪ ঘণ্টা আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি খুব অসহায় অনুভব করছিলাম, যদিও বাবার চিকিৎসার জন্য এখানকার বিশ্বসেরা স্বনামধন্য চিকিৎসকরা কাজ করছেন। আমার বাবার বিরুদ্ধে একটা কথা শুনতাম সব সময়, আমার আব্বা অনেক রাগী। যাদের ওপর রাগ করত, তাদের হয়তো ভালোওবাসত কোনোভাবে।’

‘ আমার আসলে কিছু ভালো লাগছে না। জানি না, কেন আজ জীবনে প্রথমবার খুব অস্থিরতা অনুভব করছি। আমার মনে পড়ে, ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারি আব্বুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল। ওটি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম চার ঘণ্টা। যখন এক ঘণ্টা পর আমার আহমেদ ফুপা বের হয়ে বলল, চিন্তা কইরো না ভালোভাবে করতেসে, একটু শান্তি পেলাম। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায় থাকলাম। আরো দুই ঘণ্টা পার হবার পরেও যখন কেউ বের হচ্ছিল না, রোজা মানত করলাম।’

‘সেদিনও রোজা ছিলাম; কিন্তু আজ আমি হয়তো বোকা হয়ে গিয়েছি বা যাচ্ছি। সেদিন বড় খালু ছিল, হান্নান আঙ্কেল ছিলেন (মোহাম্মদ হান্নান) আব্বুর ফ্রেন্ড। আজ আমি আমাকে খুব একা পাচ্ছি। মা আছেন, বৌ আছে। আমার বলতে দ্বিধা নেই আজ আমার বৌ অনেক করেছে। আমি কৃতজ্ঞ তাঁর কাছে। তবুও খুব বেশি খারাপ লাগছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে