ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবরঃ ২৫ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি সরকার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৮ ০১:৫১:০৮
সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবরঃ ২৫ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি সরকার

সৌদি ভিশন ২০৩০ লক্ষ্য করে বিপুল পরিমাণ ওমরাহ পালনার্থীকে ভিসা প্রদান ও তাদের সার্বিক সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে সৌদিকর্তৃপক্ষ। তাদের লক্ষ্য অনুযায়ী ২০২২ সালের মধ্যে বহির্রাষ্ট্র থেকে ওমরাহ পালনার্থীর সংখ্যা ১৫ মিলিয়ন এবং ২০৩০ সালের ভেতর ৩০ মিলিয়নে উন্নীত করা। তারই ধারাবাহী কথায় গত ১১ সেপ্টেম্বর থেকে অন্যবারের তুলনায় অধিক পরিমাণে ওমরার ভিসা দেওয়া হচ্ছে।

বর্তমানে দেশটিতে চার লাখ ৮ হাজার ৬১১ জন ওমরাহ পালনার্থী অবস্থান করছেন। তন্মধ্যে ২ লাখ ৮৬ হাজার ৫৬৮ জন মক্কায় এবং ১ লাখ ২২ হাজার ৪৩ জন মদিনায় অবস্থান করছেন। সৌদি গমনের ক্ষেত্রে ১৯ লাখ ৯১ হাজার ৪৪৮ জন বিমানযোগে এবং ১ লাখ ৮৪ হাজার ৫৮০ সড়কপথে ও ৭ হাজার তিনজন জলপথে।

পরিসংখ্যানে দেখা যায়, পাকিস্তান থেকে ৬ লাখ ১৫ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ লাখ ৯৪ হাজার ২৭ জন, ভারত থেকে ২ লাখ ৮১ হাজার ৫৮৯ জন, মালয়েশিয়া থেকে ১ লাখ ৩০ হাজার ৭৯৩ জন, ইয়েমেন থেকে ১ লাখ ১৩ হাজার ২৪৭ জন, মিশর থেকে ৬৩ হাজার ২১৭ জন, তুরস্ক থেকে ৬০ হাজার ৮৬ জন, সংযুক্ত আরব আমিরাত ৫৬ হাজার ৪১২ এবং বাংলাদেশ থেকে ৫২ হাজার ৮৪৮ জনের ওমরার ভিসা ইস্যু হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে