মিস ওয়ার্ল্ড থেকে ফিরে এখন কী করছেন ঐশী
এদিকে ঐশী-ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কোন মাধ্যমে অভিষেক হচ্ছে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসা ঐশীর। শেষ পর্যন্ত জানা গেল, একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানে স্থিরচিত্রের মডেল হওয়ার মধ্য দিয়ে পেশাদারভাবে যাত্রা শুরু হয়েছে তাঁর।
রোববার ঢাকার নিকেতনে প্রতিষ্ঠানটির আয়োজনে ফটোশুটে অংশ নেন ঐশী। এই ফটোশুটে তাঁর সহশিল্পী ছিলেন মডেল ও চিত্রনায়ক নিরব। ঐশী বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে দেশে ফেরার পর এই ফটোশুট দিয়ে পেশাদারভাবে আমার যাত্রা শুরু হয়েছে। আয়োজন ভালো লাগায় কাজটি করেছি।’
এদিকে ঐশী এখন পড়াশোনার মনোযোগী হতে চাইছেন। খুব শিগগির ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। ঐশী বলেন, ‘মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়ার কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারিনি। এ নিয়ে মন খারাপও ছিল। এটাও ঠিক যে, কোনো মিশনে যখন নেমেছি, সেটার শেষ তো দেখে আসা উচিত নাকি? পড়াশোনায় গ্যাপ পড়ে। তবে কোনো না কোনোভাবে বিশ্ব দরবারে দেশের পতাকা উড়িয়েছি, এটা ছিল গর্বের। এখন নিজেকে গড়ার সময়, তাই আগে পড়াশোনা শেষ করতে চাই। পাশাপাশি সময় সুযোগ হলে নাটক-চলচ্চিত্রেও কাজ করব। ’
শুনছিলাম, কয়েকজন পরিচালক আপনার কাছে সিনেমা ও নাটকের প্রস্তাব এরই মধ্যে দিয়েছেন। কী অবস্থা? ‘অনেকেই যোগাযোগ করেছেন। নাটক ও সিনেমা নিয়ে কারও সঙ্গে আবার দেখাও হয়েছে, সামনাসামনি আলাপও করেছি। কিন্তু তারপর আর কথা এগোয়নি। আমিও আর কোনো খোঁজখবর নেইনি। আমি আমার মতোই আছি। কিছু টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিচ্ছি।’
সুন্দরী প্রতিযোগিতার বিশ্বমঞ্চে যাওয়া প্রথম বাংলাদেশি প্রতিযোগী ঐশী। সেরা ত্রিশে জায়গা করে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনিই ইতিহাস হয়ে আছেন। নাটক আর চলচ্চিত্র—দুই মাধ্যমে আগ্রহ রয়েছে ঐশীর। যেকোনো একটা মাধ্যম দিয়ে যে কোনো মুহূর্তে শুরু হয়েও যেতে পারে।
ঐশী বলেন, ‘চলচ্চিত্রের অভিনয়ের ব্যাপারে আমার কিছু শর্ত আছে। শুধু গান ও নাচনির্ভর ছবিতে আমি কাজ করতে চাই না। কাহিনিনির্ভর ছবিতে অভিনয় করতে চাই এবং যে ছবি দেখে সবাই বলবে, “এটা বাংলাদেশের ছবি”। এটা বললাম কারণ এখন কিছু ছবি দেখে বোঝা যায় না যে এটা বাংলাদেশের ছবি নাকি কলকাতার।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেষ হলো বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ
- নাহিদ মিরাজের বোলিং তোপে পাকিস্তান, দেখেনিন সর্বশেষ স্কোর
- বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিং, দেখেনিন সর্বশেষ স্কোর
- ৩১ ওভারের খেলা শেষ, দেখেনিন সর্বশেষ স্কোর
- বোলিংয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- মেকশিফট ওপেনার নিয়ে ভারতের বিপক্ষে একাদশ সাজালো বাংলাদেশ
- সৌদি রিয়াল রেটের বিশাল লম্ব লাফ
- পাকিস্তানকে মাঝাড়ি রানের টার্গেট দিলো বাংলাদেশ
- নতুন নির্দেশনা জারি করলো সৌদি আরব
- নাহিদ মিরাজের পর তানজিম সাকিবের আঘাত
- মারা গেলেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক
- আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা
- দুই পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ ঘোষণা
- ৩ পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের সেরা একাদশ
- মাহমুদুল্লাহ ও নাহিদ রানাকে একাদশে না রাখার কারণ