ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

নতুন মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না: কাদের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৭ ১৩:৩৭:৫২
নতুন মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না: কাদের

এ সময় তিনি আরও বলেন, ‘সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের কারণে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন সময়ের চাহিদা ছিল, এতে দলে কোনো প্রভাব পড়বে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন মন্ত্রিসভায় যারা এসেছেন তারা যে পার্মানেন্ট সেটাও বলা যাবে না। সময়ে সময়ে পরিবর্তন হতে পারে। তবে মানুষ বিষয়টিকে কিভাবে গ্রহণ করেছে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নতুন সরকারের যে নতুন ভাবনা, নবীন-প্রবীণের সমন্বয়ে যে মন্ত্রিসভা সাজানো হয়েছে- সেটি জনগণ কিভাবে দেখছে- সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। তবে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন।’

এদিকে একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে ৪৬ জন সদস্য আমন্ত্রণ পেয়েছেন শপথ নেওয়ার জন্যে। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন সদস্য। তবে বড় চমক দেখিয়ে এবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়ছেন আওয়ামী লীগের সিনিয়র হেভিওয়েট নেতারা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে