ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

অন্য নায়িকা নয়, বুবলীতেই কেন শাকিবের আস্থা

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৪ ২৩:২৪:০৯
অন্য নায়িকা নয়, বুবলীতেই কেন শাকিবের আস্থা

অনেকেই ধরে নিয়েছিল যে, হয়তো এবার নিয়মিত কোনো নায়িকা নয়, শাকিবের বিপরীতে নতুন কোনো লাস্যময়ীকে দেখা যাবে ঢালিউড সিনে পর্দায়। তবে সেই চমকের পালে হাওয়া লাগেনি। বুবলীর ওপরই আস্থা রাখছেন শাকিব।

বীর ছবিতে শাকিবের বিপরীতে প্রেম রসায়নে বুবলীকেই দেখবেন দর্শক। এর আগে আটটি ছবিতে জুটিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী। ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। তবে বুবলী ছাড়াও ছবিতে থাকছেন নবাগত ছোট পর্দার অভিনেত্রী তামান্না ইসরাত সোহানী।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। নতুন নায়িকা সোহানী বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এর পর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাব।’

গত বছরের শেষের দিকে মহরতের দিন থেকেই বীর’ ছবি ছিল আলোচনায়। এর কারণ ছিল ছবিটি হতে যাচ্ছে খ্যাতিমান পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ৫০তম পরিচালিত ছবি।

এ ছাড়া যে কথাটি জানা গেছে, এ ছবির মাধ্যমে প্লেব্যাক সিঙ্গার হিসেবে নাম লেখালেন শাকিব খান। গীতিকার মুন্সী ওয়াদুদের লেখায় একটি গানে কণ্ঠ দেবেন তিনি। ছবিটির মহরত অনুষ্ঠানে ছবির প্রযোজক মো. ইকবাল জানিয়েছিলেন, ‘শাকিবের গাওয়া গান রেকর্ড দিয়েই শুরু হবে ছবিটির যাত্রা।’

তিনি আরও জানান, ‘পুরো গানেই কণ্ঠ দেবেন শাকিব। গানটি হবে পুঁথি ঘরানার। চমক রাখতেই নায়ককে গায়ক হিসেবে হাজির করলাম।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে