ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

পুরো ক্রিকেট বিশ্বকে কাঁদিয়ে হঠাৎ করে বিদায় নিলেন জনপ্রিয় তারকা পেসার টিম সাউদি*** আল্লাহর জিকিরে আসে আত্মার প্রশান্তি*** আইপিএল মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের শর্ট লিস্ট তৈরি আছেন এক বাংলাদেশী ক্রিকেটার*** পর্তুগাল–পোল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচসহ টিভিতে আজকের সকল খেলার সময় সূচি*** চরম উত্তেজনায় অবিশ্বাস্য ভাবে শেষ আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল*** ভিনিসিয়াসের পেনাল্টি মিস, চরম উত্তেজনায় শেষ হলো ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ, দেখেনিন ফলাফল*** গতির ঝড় তুলে আইপিএলে ৭৫ লাখ রুপিতে যে দলে নাহিদ রানা, দেখেনিন তাসকিন ও মুস্তাফিজের অবস্থান***

রাতে হাঙ্গেরি যাচ্ছে রাবেয়া-রোকাইয়া

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৪ ২১:৫২:২৪
রাতে হাঙ্গেরি যাচ্ছে রাবেয়া-রোকাইয়া

এর আগে শুক্রবার দুপুরে বার্ন ইউনিটে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম সংবাদ সম্মেলনে রাবেয়া-রোকাইয়ার বাবা-মার হাতে স্বপরিবারে হাঙ্গেরি যাওয়ার বিমানের টিকেট তুলে দেন।

জানা গেছে, এক বছর ধরে মাথা জোড়া লাগানো শিশু দুটি বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে জার্মান ও হাঙ্গেরির দুই বিশেষজ্ঞ চিকিৎসক শিশু দুটিকে দেখেন।

তারা হাসপাতালে দুই দফায় মাথায় এনজিওগ্রামের মাধ্যমে তাদের ব্রেইনের প্রধান রক্তনালী আলাদা করেন।

এরপর তারা শিশু দুটিকে হাঙ্গেরিতে নিয়ে যৌথ চিকিৎসা করাতে আগ্রহ প্রকাশ করেন।

হাঙ্গেরিতে শিশু দুটির চিকিৎসা তত্ত্বাবধান করবে জার্মানভিত্তিক ‘ফর বাংলাদেশ অর্গানাইজেশন’ নামের একটি সংগঠন।

প্রসঙ্গত, পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম ও তাসলিমা দম্পতির ঘরে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেয় যমজ রাবেয়া ও রোকাইয়া।

২০১৬ সালের ১৬ জুন অপারেশনের মাধ্যমে জন্ম হয় তাদের। অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ।

গত ২০ নভেম্বর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয় এই দুই শিশুকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে