ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

মাঠে নামার আগে বারবার যে অনুরোধ করলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৪ ১৭:৪৪:২৩
মাঠে নামার আগে বারবার যে অনুরোধ করলেন মাশরাফি

এদিকে কয়েক মাস ধরেই ক্রীড়াঙ্গনে আলোচিত মাশরাফী। একাদশতম সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেয়ে নির্বাচিত হয়েছেন সাংসদ। কিন্তু তারপরেও মাশরাফী বারবার বলেছেন, ক্রিকেটই তার কাছে সবার আগে। খেলাচলাকালীন রাজনীতি নিয়ে প্রশ্ন বারবারই এড়িয়ে গেছেন। একারণে উইন্ডিজ সিরিজের সময় রাজনীতির জন্য আলাদা এবং খেলোয়াড় হিসেবে আলাদা সংবাদসম্মেলনও করেছেন তিনি।

এদিকে এমপি হিসেবে প্রথমবারের মতো বিপিএলের মাঠে নামছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এদিকে আজ শুক্রবার রংপুর রাইডার্সের হয়ে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির অধিনায়ক মাশরাফী। সেখানেই দলের সম্ভবনার পাশাপাশি কথা বলেছেন বিশ্বকাপ নিয়েও।

এ সময় তাকে প্রশ্ন করা হয়, সাংসদ হিসেবে মাঠে খেলা কতটা চ্যালেঞ্জিং হবে তার জন্য। এমন প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘আমি এখানে খেলোয়াড় হিসেবে পরিচিত, সাংসদ হিসেবে নই। আমি যখন মাঠে তখন আমাকে খেলোয়াড় হিসেবেই ট্রিট করবেন। আশা করি আপনারা সবাই এটা বুঝবেন। আর মাঠে খেলার সময় ওটা ভুলে যেতে হবে আপনারও, আমারও।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে