ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

অবশেষে মেনে নিলেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৪ ১৬:৫৮:৫২
অবশেষে মেনে নিলেন মাশরাফি

কিন্তু কিছু দুর্বল দিকও রয়েছে রংপুরের। ডেথ ওভারে বিশেষজ্ঞ পেসারের শুন্যতা রয়েছে রংপুরের স্কোয়াডে। বিপিএলের গত আসরে রুবেল হোসেন, থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গার মত ডেথ বোলার ছিল রংপুরের স্কোয়াডে। কিন্তু এইবার তাদের কেউই নেই রংপুরে।

যার ফলে দেশীয় বোলারদের উপর ভরসা রাখছেন দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। একই সজ্ঞে ডেথ ওভারে বিশেষজ্ঞ পেসারের শুন্যতার বিষয়টি ভাবাচ্ছে মাশরাফিকে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘টুর্নামেন্টে রান দিতে দিতে হয়তো বা একটা সময় মানিয়ে নিতে পারব। প্রথম দিকে ফরহাদ রেজা আছে, শফিউল আছে, আমি আছি। আরও হয়তো এক দুই জন বিদেশি প্লেয়ার আসবে তাদের দিয়ে চালাতে হবে।’

মাশরাফি আরো বলেন, ‘একটা টিমের সব পার্ট গুলাই শক্তিশালী করা কঠিন। ম্যানেজ করতে হবে আরকি।’

শেষের দিকে উইন্ডিজ বাঁহাতি ফাস্ট বোলার শেলডন কট্রেলকে দলে ভেড়ালেও এখনও নিজেকে ডেথ ওভারের কার্যকরী বোলার হিসেবে গড়ে তুলতে পারেননি কট্রেল। যার ফলে দেশি পেসারদের মধ্যে আবুল হাসান রাজু ও শফিউল ইসলামের ওপর বাড়তি চাপ থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে