ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

যে ক্রিকেটার দিয়ে বাজিমাত করতে চান জানালেন খুলনার কোচ মাহেলা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৪ ১৫:২২:১৪
যে ক্রিকেটার দিয়ে বাজিমাত করতে চান জানালেন খুলনার কোচ মাহেলা

’এসময় স্থানীয় ক্রিকেটারদের প্রতি নিজের ভরসার কথা জানান দেন খুলনা কোচ। বিশেষ করে ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরীফুল ইসলামের ব্যাপারে বেশ রোমাঞ্চিত মাহেলা। তিনি মনে করেন শরীফুল-তাইজুলরা দলীয়ভাবে ভালো করতে পারলে স্থানীয় ক্রিকেটার দিয়েই বাজিমাত করবে খুলনা।

মাহেলা বলেন, ‘আমাদের দলের স্থানীয় ক্রিকেটাররা বেশ ভালো। তাদের দলে নেয়ার সময় আমরা সবকিছু বিবেচনা করেই নিয়েছি। আমাদের হোমওয়ার্ক করা আছে। আমি দেখেছি এমার্জিং এশিয়া কাপ কিংবা বয়সভিত্তিক ক্রিকেটে শরীফুল ইসলাম কেমন করেছে। এ কারণেই তাকে নিয়েছি। আমরা তাকে পেয়ে খুবই রোমাঞ্চিত। এছাড়াও তাইজুল ও অন্যান্য বেশ কিছু তরুণ খেলোয়াড়দের মিলিয়ে আমাদের এই দিকটা বেশ ভালো।

এসময় টুর্নামেন্টে নিজের প্রত্যাশা কথা জানাতে গিয়ে মাহেলা বলেন, ‘আমরা শুধু আমাদের গত বছরের পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাই। আমরা ভালো ক্রিকেট খেলেছি গত আসরে। দুর্ভাগ্যবশত প্লেঅফে যেতে পারিনি। আশা করছি এবার আমরা আরও এগিয়ে নেবো নিজেদের। আমাদের ম্যাচ বাই ম্যাচ এগুতে হবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে