ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

বাজিতে না হারলে অক্ষয়কে বিয়ে করতেন না টুইঙ্কল

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৩ ২০:৪২:৩৪
বাজিতে না হারলে অক্ষয়কে বিয়ে করতেন না টুইঙ্কল

ওই অনুষ্ঠানে অক্ষয় বলেন, টুইঙ্কল ‘মেলা’ –র সাফল্য নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী ছিল। সে বলেছিল ছবিটা তাঁর আশা অনুযায়ী সাফল্য না পেলে বিয়ে করে নেবে। আর হয়েছেও তাই। ২০০১ সালে অক্ষয়ের সঙ্গে বিয়ে করে নেন তিনি।

একটি ফিল্মফেয়ার শ্যুট-এ টুইঙ্কলের সঙ্গে অক্ষয়ের প্রথম পরিচয়। তখন থেকেই তিনি টুইঙ্কলকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকেন। কিন্তু টুইঙ্কল নাকি প্রথম দিকে তাতে খুব একটা আমল দেননি।

১৯৯৯ সালে ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ ছবিতে এক সঙ্গে অভিনয় করার পর থেকেই অক্ষয়ের জীবনের লক্ষ্য হয়ে যায় টুইঙ্কলকে বিয়েতে রাজি করানো। যা পরিণতি পায় ‘মেলা’ সাফল্য নিয়ে বাজি ধরাতে। তবে কি বাজি না হারলে অক্ষয়কে বিয়ে করতেন না তিনি!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে