ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কোটি টাকা হাতানোর পরিকল্পনা হার মানাবে সিনামাকেও

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০৩ ০১:১১:০৫
কোটি টাকা হাতানোর পরিকল্পনা হার মানাবে সিনামাকেও

এতক্ষণ পর্যন্ত ঘটনাটি শুনে সত্যিই মনে হচ্ছে। কিন্তু বাস্তবে স্ত্রী নয়, নিজেকে নিয়ে পুরো পরিকল্পনাই ছিল স্বামীর রচনা। ভারতের জলপাইগুড়ির রাজগঞ্জের এই ঘটনা হার মানবে সিনেমাকেও।

ভারতের এক গণমাধ্যমে বলা হয়, রাজগঞ্জের ব্যবসায়ী তপন বিশ্বাস। ব্যবসা করেন অন্য রাজ্যে। দিনের পর দিন বাইরে থাকেন। ব্যবসার প্রতিপত্তি, সম্পত্তি নেহাত কম নয়। সেই সম্পত্তি হাতাতেই ষড়যন্ত্র।

ব্যবসায়ীর অভিযোগ, স্ত্রীর সঙ্গে ভাইয়ের সম্পর্ক। তাই কোটি টাকার সম্পত্তি হাতাতে স্ত্রী ও ভাই মিলে রিহ্যাবে পাঠিয়ে দেয় তাকে। রিহ্যাব থেকে পালিয়ে সোজা থানায় গিয়ে অভিযোগ করেন তিনি। পরে তদন্ত শুরু করে পুলিশ।

কিন্তু স্বামী তপনের অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে বেরিয়ে এলো ঝুলি থেকে বিড়াল। ব্যবসায়ীর স্ত্রীর দাবি, বিয়ের পর থেকেই বাহিরে বাহিরে থাকেন স্বামী। রয়েছে আরেকটি বিয়েও। বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে মদের নেশায় আসক্ত এবং মানসিক রোগগ্রস্ত তপন বিশ্বাস।

ব্যবসায়ীর ভাই, তার স্ত্রী, এমনকি রিহ্যাবও বলছে একই কথা। কিন্তু তপন বিশ্বাস নেশা, উন্মাদনা, অন্যত্র বিয়ে-সব থেকে বাঁচতেই কি গোটা পরিকল্পনা রচনা করেছেন? আর এই বিষয়টি পরিষ্কার হতেই তদন্ত করেছেন প্রশাসন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে