ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বছরের শুরুটা বুবলীর সঙ্গেই করলেন শাকিব

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০২ ২৩:৫৬:২২
বছরের শুরুটা বুবলীর সঙ্গেই করলেন শাকিব

গত বছরের শেষ সপ্তাহে জানানো হয়েছিল চমক আকারে জানানো হবে নায়িকার নাম। অনেকেই ধরে নিয়েছিল হয়তো বাইরের কোনও নায়িকা আসছেন এতে। তবে তা হলো না। শাকিব আস্থা রাখছেন বুবলীর ওপরই। সঙ্গে অপর নায়িকা হিসেবে থাকছেন নবাগত তামান্না ইসরাত সোহানী।

‌‘বীর’ ছবিতে অভিনয় করছেন তারা। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও তার বন্ধু মোহাম্মদ ইকবাল।

মোহাম্মদ ইকবাল বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন। বললেন, ‘আমরা ছবিটি ঘিরে নানা চমক রেখেছি। আস্তে এগুলো আসবে। নতুন নায়িকা সোহনী এর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। বড় পরিসরে এবারই আসছেন। আগামী ১২ জানুয়ারি থেকে বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে। এরপর ১৭ তারিখে আমরা রাঙ্গামাটি যাব।’

এ ছবিতে শাকিবকে গায়ক হিসেবেও পাওয়া যাবে। পুঁথি পাঠের আদলে গাইবেন তিনি। ‘বীর’ শাকিব-বুবলীর নবম ছবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে