ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

‘বেঁচে আছেন’ প্রমাণ করতে ছেলেদের নামে মামলা

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০১ ২৩:৫৯:৩৪
‘বেঁচে আছেন’ প্রমাণ করতে ছেলেদের নামে মামলা

কাজের সুবাদে অন্য রাজ্যে থাকেন কার্তিক মণ্ডল। সম্প্রতি সেখান থেকে থেকে ফিরে এসে এখন নিজেকে জীবিত প্রমাণ করতে জোর চেষ্টা চালাচ্ছেন তিনি। পুলিশে নালিশ করেও কোনো ফল না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের মালদহ জেলার বাসিন্দা কার্তিক মণ্ডল। পেশায় তিনি ব্যবসায়ী। কার্তিকের তিন ছেলে। একজন বিদেশে থাকেন।

কার্তিক মণ্ডলের দাবি, মৃত্যুর পর সমস্ত সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে গিয়েছিলেন তার মা। সেই সুবাদেই ৯০ শতক জমি ও ৬৩ শতক পাট্টা জমির মালিক হন তিনি। বোনেদেরও সম্পত্তির ভাগ দিতে চেয়েছিলেন কার্তিক। এতেই আপত্তি তোলেন তার ছেলেরা। এদিকে আবার কর্মস্থল হরিদ্বারে চলে যান তিনি। এরপর বেশ কয়েক বছর হরিদ্বারেই ছিলেন তিনি।

কার্তিকের অভিযোগ, সেই সুযোগে স্থানীয় পঞ্চায়েতের প্রধান ও এক সদস্যকে ভুল বুঝিয়ে বাবার ডেথ সার্টিফিকেট বের করেন কার্তিকের দুই ছেলে। সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নেন তারা। শুধু তাই নয়, ৬৩ শতক জমি রেখে বাকি জমি বিক্রিও করে দেওয়া হয়। হরিদ্বার থেকে ফিরে যখন এই ঘটনা জানতে পারেন, তখন রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়ে কার্তিক মণ্ডলের। এ নিয়ে স্থানীয় গাজোল থানায় অভিযোগও দায়ের করেছিলেন তিনি। কিন্তু পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদে পুলিশ হস্তক্ষেপ করতে চায়নি। শেষপর্যন্ত নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের দ্বারস্থ হয়েছেন কার্তিক মণ্ডল।

খোঁজ না নিয়েই কেন কার্তিক মণ্ডলের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হলো এমন প্রশ্নের জবাবে স্থানীয় পঞ্চায়েত সদস্য নন্দনা ঘোষের বক্তব্য, ‘১২ বছর আগে কার্তিকবাবু হরিদ্বারে কাজে গিয়েছিলেন। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। তার দুই ছেলে জানিয়েছিল, তিনি মারা গিয়েছেন। তাই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। প্রয়োজনে আদালতে গিয়ে উত্তর দেব।’

এ নিয়ে অভিযুক্ত দুই ছেলে বিশ্বজিৎ মণ্ডল ও সুশান্ত মণ্ডলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে