ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন শাকিব

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০১ ২৩:৪৪:৪৫
নতুন বছরে নতুন চমক নিয়ে আসছেন শাকিব

এ বছর শুটিং শুরুর আগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নেওয়ার জন্য শিগগির দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছি। দর্শকদের ভালো কাজ উপহার দেওয়ার জন্য সুস্থ থাকা জরুরি। সবাই দোয়া করবেন যেন সুস্থ শরীরে এ বছর কাজ করতে পারি। নতুন বছর সবার ভালো কাটুক।’

শাকিব খানের গত বছর মুক্তি পায় মোট আটটি চলচ্চিত্র। এর মধ্যে পাঁচটি বাংলাদেশের ও তিনটি চলচ্চিত্র ভারতের কলকাতায় নির্মিত হয়। সব ছবিতেই দর্শকের সাড়া ছিল। তবে দেশি ছবির চেয়ে টলিউডের ছবির জন্য বেশি প্রশংসিত হন এই নায়ক।

বর্তমানে শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে দুটি চলচ্চিত্র। ছবি দুটির কাজ এখনো বাকি রয়েছে। এর মধ্যে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী।

অন্যদিকে, শামীম আহমেদ রনী পরিচালিত ‘শাহেনশাহ’ ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। এ ছাড়া কিছুদিন পরেই কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’ নামে নতুন একটি ছবির শুটিং শুরু করার কথা রয়েছে শাকিব খানের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে