ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাচার কাছে জামানত হারালেন ভাতিজা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০১ ১৬:০২:২৩
চাচার কাছে জামানত হারালেন ভাতিজা

গত রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ লাখ ৫১ হাজার ৯৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন একেএম ফজলুল হক চান। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাতিজা মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৯১ ভোট ।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ জানান, নির্বাচনের বিধি অনুযায়ী জামানতের টাকা ফেরত পেতে হলে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। এর কম পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল জামানত হারিয়েছেন।

এ ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাছের বাদল ১ হাজার ৩১৮ ভোট, হাতপাখা প্রতীকের প্রার্থী আব্দুস সাত্তার ৫ হাজার ৩৪৮ ভোট পেয়েছেন। বিধি অনুযায়ী এ আসনের সবাই জামানত হারিয়েছেন।

প্রসঙ্গত, শেরপুর-৩ আসনটি জেলার দুইটি উপজেলা (শ্রীবরদী-ঝিনাইগাতী) নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৩৯৪ জন। এর মধ্যে শ্রীবরদীতে ২ লাখ ১৮০ জন ও ঝিনাইগাতীতে ১ লাখ ২৫ হাজার ২১৪ জন ভোটার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে