ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

এলেন, দেখলেন, জয় করলেন বাগেরহাট

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৯ জানুয়ারি ০১ ১৫:৪৯:৫৭
এলেন, দেখলেন, জয় করলেন বাগেরহাট

প্রার্থী নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে রীতিমত বিভাজনও প্রত্যক্ষ হয়ে ওঠে। নীরব থেকে সরব হয়ে ওঠা আওয়ামী লীগের নেতাদের সংখ্যা বাড়তে থাকে হু হু করে। তারপরও শেষমেষ হযরত খান জাহানের পূর্ণভূমি বাগেরহাট সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী বদল হবে-তো। নানা সমীকরণ- দলীয় নেতাকর্মীদের দৌড়ঝাপ কর্মীদের হতাশা সবকিছু যেন একাকার।

ঠিক এমনই ক্লান্তি লগ্নে বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাটের দু-চারটি সভায় অতিথি হিসেবে নৌকার পক্ষে ক্যানভাস শুরু করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তখনও মাস খানেকের বেশি সময় নেই। তখনও বাগেরহাট-কচুয়ার সাধারণ মানুষসহ দলীয় অনেক নেতাকর্মীরা জানেন না যে এই তরুণই বাগেরহাটের হাল ধরবেন।

ঠিক নির্বাচনের কিছুদিন আগে হঠাৎই শেখ তন্ময়কে বাগেরহাট সদর আসনের প্রার্থী হিসেবে মনোনীত করেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। তারপর হাতে গোনা কয়েকটি জনসভায় তন্ময়ের কথা বলা। সুদর্শন- বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করা উচ্চ শিক্ষিত ৩৩ বছরের যুবক শেখ তন্ময়ের সাবলীল বক্তব্য সাধারণ মানুষের হৃদয়ে দাগ কাটতে থাকে। শহরের তরুণ-তরুণী, নারী-পুরুষ আবাল বৃদ্ধাসহ গ্রামের খেটে খাওয়া মানুষের কাছে মুহূর্তের মধ্যেই অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিণত হয়ে যান তন্ময়।

২৭ ডিসেম্বর ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠে বাবা শেখ হেলাল উদ্দিন, মা রুপা চৌধুরী, শিক্ষকতায় নিয়োজিত স্ত্রী ইফরা তন্ময়, ছোট বোন ব্যরিস্টার অনন্যাসহ কাছের আরও কয়েকজন আত্মীয় নিয়ে জনসভায় বাগেরহাট বাসীর উদেশ্যে দেয়া ভাষণে মন কেড়ে নেন তন্ময়। এ যেন এলেন দেখলেন এবং বাগেরহাটকে জয় করলেন- বঙ্গবন্ধু পরিবারের যোগ্য উত্তরসূরি শেখ তন্ময়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে