ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে বৃহস্পতিবার

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ২৩:০৭:৫৪
ঐক্যফ্রন্ট পুনর্নির্বাচনের দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে বৃহস্পতিবার

সোমবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া নয়টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের পর ঐক্যফ্রন্টের একটি সূত্র নিশ্চিত করে জানায়, আগামী বৃহস্পতিবার (৩ জানুয়ারি) ঐক্যফ্রন্টের পক্ষে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়া হবে।ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘৩০ ডিসেম্বর নির্বাচনের নামে যে প্রহসন করা হয়েছে, তা সমগ্র দেশাবাসী প্রত্যক্ষ করেছে এবং হাড়ে হাড়ে উপলদ্ধি করেছে। একটি স্বাধীন ও সার্বভৌম দেশে নির্বাচনি ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করা হয়েছে, তা এ দেশের মানুষসহ বিশ্ববাসীকে দেখিয়েছে

প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন আজ্ঞাবহ নির্বাচন কমিশন। কথিত নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সরকারকে বিজয়ী দেখালেও পক্ষান্তরে হেরেছে দেশের ১৭ কোটি মানুষ। এর মধ্যদিয়ে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় কথিত নির্বাচনের ফলকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।’ একইসঙ্গে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন কামাল হোসেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা যেহেতু এই নির্বাচন ও নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছি, তাই ঐক্যফ্রন্টের যেসব প্রার্থী নির্বাচিত হয়েছেন, তাদের শপথ নেওয়ার কোনও সুযোগ নেই। তারা কেউই শপথ নেবেন না।’

ঐক্যফ্রন্টের বৈঠকে আরও উপস্থিত ছিলেন— আ স ম আব্দুর রব ও ড. জাফরুল্লাহ চৌধুরী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে