ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জামানত ফেরত চান হিরো আলম

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ২২:৫৩:১৫
জামানত ফেরত চান হিরো আলম

গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বগুড়া-৪ আসনে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন হিরো আলম। কিন্তু সকালে ‘হামলা-মারধর ও এজেন্টকে বের করে দেওয়া’সহ একাধিক অভিযোগে এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

এর ফলে প্রাপ্ত ভোটের ১০ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় বাজেয়াপ্ত হয়েছে আলোচিত স্বতন্ত্র প্রার্থীর। সিংহ প্রতীক নিয়ে বগুড়া-৪ আসনে মাত্র ৬৩৮টি ভোট পেয়েছেন তিনি।

জামানত হারানোর বিষয়ে হিরো আলম আরও বলেন, ‘আমি এই ভোট মানি না। আমার জমা দেওয়া টাকা তাদের ফেরত দিতেই হবে। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয় পেতাম। কিন্তু ভোট হতে দেয়নি বরং আমাকে ও আমার লোকজনকে তারা মেরেছে।’

রাজনীতি - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ