ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সিইসির মন্তব্যের জবাব দিলেন ফখরুল

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ২২:২১:৪৬
সিইসির মন্তব্যের জবাব দিলেন ফখরুল

সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'সিইসির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তিনি বলেছেন "বিএনপির এজেন্ট না আসলে কী করব", আমি বলছি এজেন্টদের না আসতে দিলে আমরা কী করব!'

তিনি বলেন, 'এই সরকার নির্বাচন কমিশনের যোগসাজসে আমাদের এজেন্টদের কেন্দ্রে যেতে দেয়নি। যেখানে গেছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, এই নির্বাচন আগ থেকেই পরিকল্পনা করা ছিল। জনগণ প্রত্যাশা করেছিল দশ বছর পর তারা ভোট দিতে পারবেন, কিন্তু আগে থেকেই সু-পরিকল্পনা করে রাখার জন্য সেটা সম্ভব হয়নি।'

মির্জা ফখরুল বলেন, 'একটা নির্বাচনে এজেন্ট অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ধরনের নির্বাচনে। কিন্তু পরিকল্পিতভাবে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে, মামলা দেওয়া হয়েছে, হয়রানি করেছে।'

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, 'নির্বাচনের দিন তো সহিংসতা হয়েছেই, নির্বাচনের পরও তা অব্যাহত আছে। নির্বাচনের পর বিএনপি, ২০ দলীয় জোটের নেতা ও ঐক্যফ্রন্টের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে। তাদের সমর্থকদের আক্রমণ করা হচ্ছে, বাড়িতে আগুন দেওয়া হচ্ছে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে