ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বগুড়ায় জামানত হারালেন হিরো আলমসহ ৩৪ প্রার্থী

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ১৯:২৬:০৩
বগুড়ায় জামানত হারালেন হিরো আলমসহ ৩৪ প্রার্থী

ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ প্রার্থীই জামানত হারিয়েছেন। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ৩ প্রার্থী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) ২ প্রার্থী, কমিউনিস্ট পার্টির ২ প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২ প্রার্থী, ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির (ন্যাপ) ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি বিভিন্ন আসনে জাতীয় পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), মুসলিম লীগ, ইসলামী ঐক্যজোট, জাকের পার্টি ও তরিকত ফেডারেশনের থেকে যে একজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন তাদের সবার জামানতও বাজেয়াপ্ত হয়েছে। স্বতন্ত্রভাবে যে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে দু’জন ছাড়া ৭ জন তাদের জামানত খুইয়েছেন।

জামানত হারানোদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের জাতীয় পার্টির সাংসদ অ্যাডভোকেট আলতাফ আলী ও বগুড়া-১ আসনে বিএনপির সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম।

জামায়াত খোয়ানে হিরো আলম ভোট পেয়েছেন মাত্র ৬৩৮টি। তবে ওই আসনে পরাজিত ৬ প্রার্থীর মধ্যে হিরো আলমই চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানিয়েছেন, নিয়ম অনুযায়ী একটি আসনে কোনো প্রার্থী যদি মোট ভোটের ৮ ভাগের এক ভাগ না পান তাহলে তিনি জামানত হারান। এবার মনোনয়ন ফরমের সঙ্গে প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ২০ হাজার টাকা করে জমা দিতে হয়েছে। তারা কেউই জামানতের এ টাকা ফেরত পাবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে