ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

এটা সম্পূর্ণ অসত্য কথা : সিইসি

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ১৬:৩৮:৩০
এটা সম্পূর্ণ অসত্য কথা : সিইসি

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন প্রত্যাখ্যান করে নতুন করে নির্বাচনের দাবি করছে-এমন এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা নির্বাচন আর নতুন করে করব না। যে নির্বাচন করেছি সেটা নতুন ব্যবহার করার সুযোগ নেই।’

অন্তত ১৫০টি কেন্দ্রে ভোটের আগের রাতেই ভোট দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টের এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ অসত্য কথা।’

দুপুরের বিরতির পর অনেক কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত না হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সেটা দেখতে হবে। আমার নলেজে নেই। সেটা দেখতে হবে। এটা করার তো কথা না।’

নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে সিইসি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোট উৎসবে প্রায় ১০ কোটি ৪১ লাখ ভোটার ভোট প্রদানের সুযোগ গ্রহণ করেছিল। তার মধ্যে শতকরা ৮০ ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছে। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়ীয়া-২ আসনে তিনটি কেন্দ্র বন্ধ হওয়ায় ফল চূড়ান্ত করা যায়নি।’

ব্রিফিংয়ে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কে এম নুরুল হুদা। তিনি বলেন, ‘২৯৮টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ২৫৯টি, জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৫টি, গণফোরাম ২টি, বিকল্প ধারা বাংলাদেশ ২টি, জাসদ দুটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩টি, তরিকত ফেডারেশ ১টি, জাতীয় পার্টি (জেপি) ১টি এবং স্বতন্ত্র ৩টি।’ সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে