ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচনপরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছে বিএনপি

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩১ ১০:৩৩:৫৬
নির্বাচনপরবর্তী করণীয় নিয়ে জরুরি বৈঠকে বসছে বিএনপি

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার আমাদের সময়কে জানান, গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির এবং সন্ধ্যা ৬টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে ভোটের দিন রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেন, ‌‘দেশের প্রায় সব আসন থেকে ভোট ডাকাতির খবর এসেছে। বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। এ অবস্থায় আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে প্রহসনের এ নির্বাচন বাতিল করা হোক। এ নির্বাচনের কথিত ফল আমরা প্রত্যাখ্যান করছি এবং নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছি।’

আপনাদের দাবি না মানলে কী করবেন?- সাংবাদিকদের এমন প্রশ্নে ড. কামাল বলেন, ‘আগামীকাল (আজ সোমবার) আলোচনা করে আমরা করণীয় নির্ধারণ করব এবং আপনাদের বিস্তারিত জানাব। ’এ সময় তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমাদের যে আন্দোলন, তা অব্যাহত থাকবে।’সুত্রঃ আমাদের সময়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে