ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

ফলাফল ঘোষণা: এখন পর্যন্ত ১৬ আসনে ফলাফল ঘোষণা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ২০:২৬:৩৫
ফলাফল ঘোষণা: এখন পর্যন্ত ১৬ আসনে ফলাফল ঘোষণা

এ ছাড়া আওয়ামী লীগের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একজন এবং জাতীয় পার্টির একজন প্রার্থী জয় পেয়েছেন। তবে ধানের শীষ প্রতীকের কেউ এখনো জয়ী হতে পারেননি।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জয়ী যারা :

কুষ্টিয়া-২ : জাসদের হাসানুল হক ইনু নৌকা প্রতীকে পেয়েছেন মোট ২ লাখ ৮১ হাজার ৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান হাবিব লিংকন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৭৭৪ ভোট ভোট।

নাটোর-১ : নৌকা প্রতীকে জুনাইদ আহমেদ পলক পেয়েছেন মোট ২ লাখ ৩০ হাজার ৮৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৭৫০ ভোট।

মাগুরা-২ : নৌকা প্রতীকে ড. বীরেন শিকদার পেয়েছেন মোট ২ লাখ ৩০ হাজার ১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯ ভোট।

নড়াইল-২ : নৌকা প্রতীকে মাশরাফি বিন মোর্ত্তজা পেয়েছেন মোট ২ লাখ ৭৪ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড এম ফরিদুজ্জামান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬ ভোট।

বগুড়া-১ : নৌকা প্রতীকে আবদুল মান্নান পেয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার ৯৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৬০৯ ভোট।

পাবনা-২ : নৌকা প্রতীকে আহমেদ ফিরোজ কবির পেয়েছেন মোট ২ লাখ ৩৫ হাজার ২৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট।

মেহেরপুর-১ : নৌকা প্রতীকে ফরহাদ হোসেন পেয়েছেন মোট ১ লাখ ৬৯ হাজার ২০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসুদ অরুণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৬৯ ভোট।

নড়াইল-১ : নৌকা প্রতীকে কবিরুল হক পেয়েছেন মোট ১ লাখ ৮২ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৭০ ভোট।

যশোর- ১ : নৌকা প্রতীকে শেখ আফিল উদ্দিন পেয়েছেন মোট ২ লাখ ৯ হাজার ৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিকুল হাসান তৃপ্তি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮০২ ভোট।

যশোর-২ : নৌকা প্রতীকে নাসির উদ্দিন পেয়েছেন মোট ৩৩ হাজার ২০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাঈদ মুহাম্মদ শাহাদৎ হুসাইন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৯৮৮ ভোট।

নওগাঁ-৬ : নৌকা প্রতীকে ইসরাফিল আলম পেয়েছেন মোট ১ লাখ ৯০ হাজার ৪২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর কবির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ১৫৪ ভোট।

চাঁদপুর-১ : নৌকা প্রতীকে মহিউদ্দিন খান আলমগীর পেয়েছেন মোট ১ লাখ ৯৭ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ মোশাররফ হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯০৪ ভোট।

আরও আসছে...

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে