ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ২৩টি কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে যারা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ ডিসেম্বর ৩০ ১৯:০৭:১৩
চট্টগ্রামে ২৩টি কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে যারা

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ২ হাজার ১১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পেয়েছেন ২৬২ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের চাক্তাই শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা) পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকের মইনউদ্দীন খান বাদল পেয়েছেন ১৪ হাজার ৯৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আবু সুফিয়ান পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনের ১১টি কেন্দ্রে নৌকা প্রতীকের ডা. আফছারুল আমীন ২৪ হাজার ৬৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল্লাহ আল নোমান ২ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে পূর্ব মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এমএ লতিফ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ পেয়েছেন ২১৩ ভোট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে